সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম।
রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “প্রেসক্লাব দখল ও সিইউজের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য সুখকর নয়। সাংবাদিকদের ন্যায্য দাবি ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।”
সিইউজ সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, “হামলাকারীরা পূর্বে রাজনৈতিক নেতাদের আশ্রয়ে সন্ত্রাস চালিয়েছে। এখনও তাদের রূপ পাল্টিয়ে অন্য রাজনৈতিক দলের আশ্রয়ে এসব কার্যক্রম অব্যাহত রেখেছে। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে, না হলে সাংবাদিকরা প্রশাসনের কাছে সরাসরি দাবি জানাবেন।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক যীশু রায় চৌধুরী, টিভি ও প্রিন্ট মিডিয়ার অনেকে।
উল্লেখ্য, গত রোববার (৫ অক্টোবর) সীতাকুণ্ডে টিভি ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ রহমান পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলার শিকার হন। হামলাকারীরা তাদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে আইডি কার্ড ছিনিয়ে নেয়।
এমআর/সবা




















