ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮ নং সাখুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী শাহ মোহাম্মদ আবু নছর ওয়াহিদ ফকির বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার রাত ৩টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১২ বছর।
মরহুম হাজী আবু নছর ওয়াহিদ ফকির ছিলেন ৮ নং সাখুয়া ইউনিয়নের মরহুম মোহাম্মদ আব্দুল হামিদ ফকিরের বড় ছেলে, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাখুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মুহাম্মদ গোলাম ইয়াহিয়ার পিতা এবং সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান ফকিরের বড় ভাই।
জানাজা নামাজ আজ আসরের পর সাখুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মরহুমের ছেলে সাবেক চেয়ারম্যান শাহ মুহাম্মদ গোলাম ইয়াহিয়া বলেন, “আমার বাবা ছিলেন area’s উন্নয়নের অগ্রদূত। জীবনের প্রতিটি সময় তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর হাত ধরে সাখুয়া ইউনিয়নে শিক্ষা ও সামাজিক উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল। আমরা তাঁর দেখানো পথে মানুষের সেবা করে যেতে চাই। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
এমআর/সবা























