ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৬ হাজার পিচ ইয়াবাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় চালককে আটক করা হলেও অর্থের বিনিময়ে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মাইক্রোবাসটি ফতেহপুর স্টার লাইন পাম্পের সামনে তল্লাশি করা হয়। স্থানীয়রা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা চালককে পেট্রোল পাম্পের পাশে নিয়ে অর্থের বিনিময়ে পালাতে সাহায্য করেছেন। মাইক্রোবাসটি পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে নিয়ে যাওয়া হয় এবং উপ-পরিদর্শক ইসতিয়াক হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রহমান জানান, অভিযানের বিষয়টি তিনি জানেন, কিন্তু কাউকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত নন।
এমআর/সবা





















