নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার মঙ্গলবার দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন। স্থানীয়রা বিষয়টি “আতঙ্কের রাস্তা” হিসেবে উল্লেখ করেছেন। অজ্ঞাত এক ব্যক্তি তার মুখ ও গলা চেপে ধরে কানের দুল, ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এলাকায় ছিনতাই, চুরি ও মাদক বেড়েছে। রাতে পুলিশ টহল নেই, সিসি ক্যামেরা অকার্যকর এবং অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। ২৩ সেপ্টেম্বর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের উপস্থিতিতেও হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি করেছেন— ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন সিসি ক্যামেরা বসানো, রাতের পুলিশ টহল চালু করা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় নজরদারি নিশ্চিত করতে হবে।
স্কুল প্রধান জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন। তবে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়।
এমআর/সবা



















