০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিশ্ব দৃষ্টি দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা

“আপনার চোখকে ভালোবাসুন”— এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ, আর এতে সহযোগিতা করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক লালমনিরহাট জেলা সমন্বয়ক মোঃ আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দীপঙ্কর রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা।

এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেন, অরবিট চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিখিল চন্দ্র রায় স্বপনসহ অন্যান্য কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চোখ মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দৃষ্টি শক্তি সুস্থ রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। চোখে সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বিশ্ব দৃষ্টি দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা

আপডেট সময় : ০৪:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

“আপনার চোখকে ভালোবাসুন”— এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ, আর এতে সহযোগিতা করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক লালমনিরহাট জেলা সমন্বয়ক মোঃ আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দীপঙ্কর রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা।

এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেন, অরবিট চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিখিল চন্দ্র রায় স্বপনসহ অন্যান্য কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চোখ মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দৃষ্টি শক্তি সুস্থ রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। চোখে সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এমআর/সবা