দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘গরু ছাড়াই দীর্ঘ ৩০ বছর ধরে ঘানি টানছেন প্রবীণ দম্পতি’ সংক্রান্ত খবরের পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল মোস্তাকিম আলীর সঙ্গে সাক্ষাৎ করেছে।
বুধবার (৯ অক্টোবর) এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রতিনিধি দল মোস্তাকিম আলীর বসতবাড়িতে তাঁর দীর্ঘ ৩০ বছরের স্মৃতিবিজড়িত ‘ঘানি’ পরিদর্শন করে।
এসময় তারেক রহমানের পক্ষ থেকে মোস্তাকিম আলীর হাতে নগদ অর্থ প্রদান করা হয় ঘানি চালানোর জন্য এবং পরিবারকে স্বাবলম্বী করতে ব্যাটারি চালিত দু’টি অটো ভ্যানের চাবি তুলে দেওয়া হয়।
মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সচিব, উপদেষ্টা ও কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পাশাপাশি, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এমআর/সবা





















