০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা জামায়াতকে রক্ষা করেছি আর এখন সমালোচনা করে : মিল্লাত

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা একটি দলকে (জামায়াত) হায়েনার ছোবল থেকে রক্ষা করেছি। স্বৈরাচার হাসিনার নানা জুলুম-নির্যাতন থেকে তাদের রক্ষা করলেও তারা এখন বিএনপির সমালোচনা করে বেড়াচ্ছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে সানন্দবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সানন্দবাড়ি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম. রশিদুজ্জামান মিল্লাত খেলা শুরু হওয়ার পূর্ব বক্তব্যে আরো বলেন, এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন। অত্র এলাকার নদীভাঙন রোধসহ সার্বিক উন্নয়নে যাকে যোগ্য মনে হয় তাকেই যেন মানুষ ভোট দেয়।

পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের মানুষ পিআর বোঝে না। কয়েক শতাংশ ভোট জামায়াত পেলে কয়েকটি আসন পাবে বলে তারা ওই পদ্ধতির কথা বলছেন। এছাড়াও তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, কোন অন্যায় কাজে জড়ানো যাবে না। যেকোন অপকর্মের জন্য ওই নেতাই দায়ী থাকবে। দল তার দায়ভার নেবে না।

চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু শ্যামল চন্দ, আব্দুর রশিদ সাদা, ড. হুমায়ুন কবির, শাহ মো. মনিরুর রহমান, মঞ্জু ইসলাম, আতিকুর রহমান, মাসুদ হাবিব পলিন, আবুল হাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফুটবল টুর্নামেন্টে বকবান্দা (রৌমারী) ফুটবল একাদশ ২-১ গোলে সানন্দবাড়ি ক্রীড়াচক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি মোটরসাইকেল ও পরাজিত দলকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ফ্রিজ।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি নুরুল কবির শাহীন

আমরা জামায়াতকে রক্ষা করেছি আর এখন সমালোচনা করে : মিল্লাত

আপডেট সময় : ০৮:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা একটি দলকে (জামায়াত) হায়েনার ছোবল থেকে রক্ষা করেছি। স্বৈরাচার হাসিনার নানা জুলুম-নির্যাতন থেকে তাদের রক্ষা করলেও তারা এখন বিএনপির সমালোচনা করে বেড়াচ্ছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে সানন্দবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সানন্দবাড়ি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম. রশিদুজ্জামান মিল্লাত খেলা শুরু হওয়ার পূর্ব বক্তব্যে আরো বলেন, এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন। অত্র এলাকার নদীভাঙন রোধসহ সার্বিক উন্নয়নে যাকে যোগ্য মনে হয় তাকেই যেন মানুষ ভোট দেয়।

পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের মানুষ পিআর বোঝে না। কয়েক শতাংশ ভোট জামায়াত পেলে কয়েকটি আসন পাবে বলে তারা ওই পদ্ধতির কথা বলছেন। এছাড়াও তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, কোন অন্যায় কাজে জড়ানো যাবে না। যেকোন অপকর্মের জন্য ওই নেতাই দায়ী থাকবে। দল তার দায়ভার নেবে না।

চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু শ্যামল চন্দ, আব্দুর রশিদ সাদা, ড. হুমায়ুন কবির, শাহ মো. মনিরুর রহমান, মঞ্জু ইসলাম, আতিকুর রহমান, মাসুদ হাবিব পলিন, আবুল হাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফুটবল টুর্নামেন্টে বকবান্দা (রৌমারী) ফুটবল একাদশ ২-১ গোলে সানন্দবাড়ি ক্রীড়াচক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি মোটরসাইকেল ও পরাজিত দলকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ফ্রিজ।

এমআর/সবা