হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দাগনভূঞা মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন হেফজ বিভাগের ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. সাইফুদ্দিন শিপন।
তিনি বলেন, “পবিত্র কোরআনের হাফেজরা এই জাতির প্রকৃত সম্পদ। কোরআনের শিক্ষায় আলোকিত প্রজন্মই পারে সমাজে শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা করতে।”
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মুহতামিম মাওলানা সরওয়ার হোসেন। প্রতিযোগিতায় স্থানীয় হেফজ মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
এমআর/সবা





















