০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে শিশুদের জন্য শুরু হলো বৃহৎ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রোববার (১২ অক্টোবর) থেকে প্রায় ৯ লাখ ৫০ হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান শুরু করেছে। টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন চন্দনপুরার গুল-এজার-বেগম মুসলিম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং প্রবর্তক মোড়ের আইয়ুব বাচ্চু চত্বরে পৃথক অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “প্রায় দেড় হাজার টাকার এই টিকা আমরা বিনামূল্যে প্রদান করছি। এটি চট্টগ্রামে প্রথমবারের মতো একটি বৃহৎ জনস্বাস্থ্য উদ্যোগ। শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে টিকাদান কর্মসূচি সফল করতে হবে।” তিনি আরও বলেন, টাইফয়েড টিকা কেবল স্কুলপড়ুয়া শিশুর জন্য নয়, স্কুলবহির্ভূত শিশুরাও এর আওতায় আসবে। আমাদের লক্ষ্য, চট্টগ্রামের প্রতিটি শিশু সুস্থ থাকুক।

টিকাদান কর্মসূচি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৯ লাখ ৫০ হাজার শিশুকে লক্ষ্য করে। এর মধ্যে ৫ লাখ ৩১ হাজার স্কুল শিক্ষার্থী এবং প্রায় ৩ লাখ স্কুলবহির্ভূত শিশু রয়েছে। চসিক এলাকাজুড়ে ১,৫৪৬টি স্কুল এবং ৭৮৩টি আউটরিচ সাইটে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। স্কুল পর্যায়ে টিকা প্রদান চলবে ৩১ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে কার্যক্রম চলবে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ডা. মনিরুল ইসলাম রুবেল এবং ইউনিসেফ প্রতিনিধি ডা. সরোয়ার আলম প্রমুখ।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শিশুদের জন্য শুরু হলো বৃহৎ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

আপডেট সময় : ০৭:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রোববার (১২ অক্টোবর) থেকে প্রায় ৯ লাখ ৫০ হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান শুরু করেছে। টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন চন্দনপুরার গুল-এজার-বেগম মুসলিম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং প্রবর্তক মোড়ের আইয়ুব বাচ্চু চত্বরে পৃথক অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “প্রায় দেড় হাজার টাকার এই টিকা আমরা বিনামূল্যে প্রদান করছি। এটি চট্টগ্রামে প্রথমবারের মতো একটি বৃহৎ জনস্বাস্থ্য উদ্যোগ। শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে টিকাদান কর্মসূচি সফল করতে হবে।” তিনি আরও বলেন, টাইফয়েড টিকা কেবল স্কুলপড়ুয়া শিশুর জন্য নয়, স্কুলবহির্ভূত শিশুরাও এর আওতায় আসবে। আমাদের লক্ষ্য, চট্টগ্রামের প্রতিটি শিশু সুস্থ থাকুক।

টিকাদান কর্মসূচি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৯ লাখ ৫০ হাজার শিশুকে লক্ষ্য করে। এর মধ্যে ৫ লাখ ৩১ হাজার স্কুল শিক্ষার্থী এবং প্রায় ৩ লাখ স্কুলবহির্ভূত শিশু রয়েছে। চসিক এলাকাজুড়ে ১,৫৪৬টি স্কুল এবং ৭৮৩টি আউটরিচ সাইটে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। স্কুল পর্যায়ে টিকা প্রদান চলবে ৩১ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে কার্যক্রম চলবে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ডা. মনিরুল ইসলাম রুবেল এবং ইউনিসেফ প্রতিনিধি ডা. সরোয়ার আলম প্রমুখ।

এমআর/সবা