মানিকগঞ্জ প্রতিনিধি
প্রাথমিক পর্যায়ে ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে সারাদেশের টিকা দেওয়া হবে এবং পরবর্তীকালে বয়স্ক নারীরাও জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদের হলরুমে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে জরায়ু ক্যান্সার প্রতিরোধ (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী এরা বলেন, আগামী একমাস সরকারীভাবে বিনামূল্যে মানিকগঞ্জে ৭২ হাজার এবং ঢাকা বিভাগে ২৩ লক্ষ জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে। টিকা আস্তে আস্তে আসবে তখন পর্যায়ক্রমে সারাদেশে অর্থাৎ প্রতিটি বিভাগের মাধ্যমে মেয়েদের এক কোটি ২৫ লক্ষ জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে এবং পরবর্তীকালে বয়স্ক নারীরাও জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা পাবে।
জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা খুবই নিরাপদ। এই টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং টিকাটি ডব্লিউএইচও অনুমোদিত।এই টিকার মাধ্যমে মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে কাজ করবে। এরজন্য প্রাথমিক পর্যায়ে স্কুলে ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের মাধ্যমে জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া কার্যক্রম শুরু করা হলো। ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েরা স্কুল, হাসপাতাল, ক্লিনিক ও টিকাকেন্দ্রে এই টিকা নিতে পারবে এবং একমাস ধরে চলছে এই টিকার কার্যক্রম।


























