গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান মন্ডলের ছোট ভাই প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া মন্ডল লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের এই ৩১ দফা বাস্তবায়ন হলে আমরা সোনার বাংলাদেশ গড়তে পারব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শান্তি ও উন্নয়নের আশা রাখবেন।”
উপস্থিত ছিলেন উপজেলা সমবায় দলের সভাপতি আইয়ুব সরকার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, পৌর সমবায় দলের সভাপতি রেজভী পাঠান, উপজেলা জাসাসের সদস্য রাজিব সরকার, শাখাহার ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমআর/সবা
























