জামালপুরের মেলান্দহে চাঁদার দাবিতে চিহ্নিত দুষ্কৃতিকারীদের হুমকি ও অবরোধে গ্রীন বায়োটেকনোলজি নামের একটি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনসহ সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে দুষ্কৃতিকারীরা কর্মকর্তা ও কর্মচারীদের ভেতরে প্রবেশে বাধা দিচ্ছে। গত সোমবার থেকে পুরো কারখানার কার্যক্রম অচল হয়ে পড়েছে। মালিকপক্ষ স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েও এখনো কোনো প্রতিকার পায়নি।
কারখানার সহকারী নির্বাহী কর্মকর্তা মো. রাসেল হোসেন বলেন, “দুষ্কৃতিকারীরা কর্মকর্তা ও কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এক শ্রমিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। কারখানার ভিতরে কেউ প্রবেশ বা বের হতে পারছে না। এই পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ।”
কারখানার ম্যানেজার নজরুল ইসলাম বলেন, “এই প্রতিষ্ঠান মেলান্দহ ও জামালপুর জেলার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শত শত পরিবার এখান থেকে জীবিকা নির্বাহ করছে। সন্ত্রাস চলতে থাকলে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, নতুন উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করতে নারাজ হবে। আমরা স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসর শেখ মোহাম্মদ জাকির হোসেনের নির্দেশে তার সহযোগীরা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। এর আগে একাধিকবার ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের চেষ্টা করা হয়েছে। ৯ অক্টোবর মেলান্দহ থানায় লিখিত অভিযোগ করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাস বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এমআর/সবা





















