বান্দরবানের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে বুধবার (১৫ অক্টোবর) একদিনে সাতটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে সভাগুলোতে আলোচিত বিষয়গুলোর মধ্যে মূলত মাদক ও চোরাচালান রোধ, আইন-শৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ও শিক্ষাসহ স্থানীয় সমস্যা নিয়ে গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, “নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদক ও চোরাচালান বড় সমস্যা। প্রশাসন আন্তরিকভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সমাজের সকলে সহযোগিতা করলে এই সমস্যা সহজেই রোধ করা সম্ভব।”
সাতটি সভার মধ্যে ছিল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, চোরাচালান রোধ টাস্কফোর্সের কার্যক্রম পর্যালোচনা এবং বিশ্ব হাত ধোয়া দিবসের সচেতনতামূলক আয়োজন। এছাড়া কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি সংক্রান্ত আলোচনা ও পরিকল্পনা সভাও অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ১১ বিজিবির সহকারী পরিচালক আল আমিন, কৃষি কর্মকর্তা এনামুল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আখতার উদ্দিন, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানীসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকরা।
সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সফলতার স্বীকৃতি হিসেবে বাইশারী ইউপি চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দুপুরে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। একই সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব হাত ধোয়া দিবসের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিশুদের হাতে হাতে সঠিক হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয় এবং পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসন আশা করছে, একযোগে অনুষ্ঠিত এসব সভা ও মহড়ার মাধ্যমে সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে মাদক ও চোরাচালান রোধ, দুর্যোগ মোকাবেলা সক্ষমতা বৃদ্ধি এবং সচেতন নাগরিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এমআর/সবা























