চট্টগ্রামের মিরসরাইয়ে মিঠাছরা বাজার থেকে একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, পাহাড়ি এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সাপটিকে অবৈধভাবে আটক করে রেখেছিল। তিনি সাপটির বিষদাঁত উপড়ে ফেলে তা দিয়ে মানুষকে ভয় দেখাতেন এবং পেশাদারভাবে খেলা দেখানোর জন্য ব্যবহার করছিলেন। এছাড়া সাপটি বিক্রির উদ্দেশ্যে বাজারে রাখারও চেষ্টা করছিল।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ক্রেতার ভান করে সাপটি নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটি বর্তমানে গুরুতর আহত অবস্থায় বাংলাদেশের বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকতের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
বন্যপ্রাণী উদ্ধার দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, সাপটির মাথায় আঘাত রয়েছে এবং বিষদাঁত উপড়ে ফেলার কারণে এটি মারাত্মকভাবে আহত। আশা করা হচ্ছে, চিকিৎসা শেষে কয়েকদিনের মধ্যে সাপটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে বনবিভাগের মাধ্যমে আবার মুক্ত বনে অবমুক্ত করা হবে।
হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত বলেন, “সাপটির অবস্থা খারাপ, তবে চিকিৎসা চলমান। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে এটি স্বাভাবিক পরিবেশে ফিরে যাবে।”
এমআর/সবা




















