০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গবেষণার কাজে জাপান সফরে যাচ্ছেন পাবিপ্রবির ৭ শিক্ষার্থী

প্রথমবারের মতো গবেষণা কাজে বিদেশ সফরে যাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ‘সাকুরা সায়েন্স প্রোগ্রাম অব জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (জেএসটি)’-এর অধীনে পাবিপ্রবির ৭ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষক এ সফরে অংশ নিচ্ছেন।

আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তারা জাপানে অবস্থান করবেন।
সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের অরপা কর পুজা,পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের মো. আবদুর রাকিব,ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুন্নি খাতুন ও কামিল আহমেদ,ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম ও মানব চন্দ্র,এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাবিন তাসনিন উপমা।

তাদের নেতৃত্ব দেবেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ।

বুধবার (১৫ অক্টোবর) জাপান সফরে যাওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের জানানো হয়, পাবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীরা একটি এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। প্রোগ্রাম চলাকালীন তাদের তত্ত্বাবধান করবেন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসানোরি হানাওয়া ও হিরোমিৎসু নিশিজাকি।

প্রোগ্রামটিতে অংশগ্রহণকারীরা কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে কৃষি তথ্যের মেশিন লার্নিং বিশ্লেষণের মাধ্যমে তারা স্মার্ট কৃষি সম্পর্কিত প্রযুক্তির মূল ধারণা শিখবেন। এছাড়া ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের স্মার্ট কৃষি, এআই রোবট এবং অপটিক্যাল যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষাগারও পরিদর্শন করবেন। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃষি ও প্রকৌশলের সমন্বয়ে পরবর্তী প্রজন্মের স্মার্ট কৃষি ব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, যা বাংলাদেশের কৃষি সমস্যা সমাধানে বাস্তব প্রয়োগে সহায়ক হবে।

আইসিই বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন,এই সফর আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং নিয়ে যে তাত্ত্বিক জ্ঞান আমরা বইয়ে পাই, সেটি এবার বাস্তবে দেখতে ও শিখতে পারব। বিশেষ করে জাপানের স্মার্ট কৃষি প্রযুক্তি আমাদের দেশের কৃষি উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি দেবে বলে আমি বিশ্বাস করি।

প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ বলেন,পাবিপ্রবির পক্ষ থেকে প্রথমবারের মতো আমি একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে সাতজন শিক্ষার্থীকে নিয়ে জাপানের সাকুরা সায়েন্স প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছি। আমরা জানি, আয়োজক বিশ্ববিদ্যালয়টি একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান। আমাদের শিক্ষার্থীরা সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কৃষিক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করা যায় তা প্রত্যক্ষভাবে শিখবে। এর মাধ্যমে বাংলাদেশের কৃষি খাতে টেকসই উন্নয়ন সাধনের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল-আওয়াল বলেন,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি গর্বের অধ্যায়। প্রথমবারের মতো আমাদের সাতজন মেধাবী শিক্ষার্থী এবং একজন সম্মানিত শিক্ষক জাপানের সাকুরা সায়েন্স প্রোগ্রামে অংশ নিচ্ছেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে দক্ষতা অর্জন করবে, যা কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমি বিশ্বাস করি, তাদের সাফল্য পাবিপ্রবির আন্তর্জাতিক সুনাম আরও বৃদ্ধি করবে।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

গবেষণার কাজে জাপান সফরে যাচ্ছেন পাবিপ্রবির ৭ শিক্ষার্থী

আপডেট সময় : ০৮:২৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

প্রথমবারের মতো গবেষণা কাজে বিদেশ সফরে যাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ‘সাকুরা সায়েন্স প্রোগ্রাম অব জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (জেএসটি)’-এর অধীনে পাবিপ্রবির ৭ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষক এ সফরে অংশ নিচ্ছেন।

আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তারা জাপানে অবস্থান করবেন।
সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের অরপা কর পুজা,পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের মো. আবদুর রাকিব,ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুন্নি খাতুন ও কামিল আহমেদ,ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম ও মানব চন্দ্র,এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাবিন তাসনিন উপমা।

তাদের নেতৃত্ব দেবেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ।

বুধবার (১৫ অক্টোবর) জাপান সফরে যাওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের জানানো হয়, পাবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীরা একটি এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। প্রোগ্রাম চলাকালীন তাদের তত্ত্বাবধান করবেন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসানোরি হানাওয়া ও হিরোমিৎসু নিশিজাকি।

প্রোগ্রামটিতে অংশগ্রহণকারীরা কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে কৃষি তথ্যের মেশিন লার্নিং বিশ্লেষণের মাধ্যমে তারা স্মার্ট কৃষি সম্পর্কিত প্রযুক্তির মূল ধারণা শিখবেন। এছাড়া ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের স্মার্ট কৃষি, এআই রোবট এবং অপটিক্যাল যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষাগারও পরিদর্শন করবেন। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃষি ও প্রকৌশলের সমন্বয়ে পরবর্তী প্রজন্মের স্মার্ট কৃষি ব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, যা বাংলাদেশের কৃষি সমস্যা সমাধানে বাস্তব প্রয়োগে সহায়ক হবে।

আইসিই বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন,এই সফর আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং নিয়ে যে তাত্ত্বিক জ্ঞান আমরা বইয়ে পাই, সেটি এবার বাস্তবে দেখতে ও শিখতে পারব। বিশেষ করে জাপানের স্মার্ট কৃষি প্রযুক্তি আমাদের দেশের কৃষি উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি দেবে বলে আমি বিশ্বাস করি।

প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ বলেন,পাবিপ্রবির পক্ষ থেকে প্রথমবারের মতো আমি একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে সাতজন শিক্ষার্থীকে নিয়ে জাপানের সাকুরা সায়েন্স প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছি। আমরা জানি, আয়োজক বিশ্ববিদ্যালয়টি একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান। আমাদের শিক্ষার্থীরা সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কৃষিক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করা যায় তা প্রত্যক্ষভাবে শিখবে। এর মাধ্যমে বাংলাদেশের কৃষি খাতে টেকসই উন্নয়ন সাধনের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল-আওয়াল বলেন,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি গর্বের অধ্যায়। প্রথমবারের মতো আমাদের সাতজন মেধাবী শিক্ষার্থী এবং একজন সম্মানিত শিক্ষক জাপানের সাকুরা সায়েন্স প্রোগ্রামে অংশ নিচ্ছেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে দক্ষতা অর্জন করবে, যা কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমি বিশ্বাস করি, তাদের সাফল্য পাবিপ্রবির আন্তর্জাতিক সুনাম আরও বৃদ্ধি করবে।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/সবা