ভোলা প্রতিনিধি
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে ভোলার ধনিয়া ইউনিয়নে দিবসটি উপলক্ষে একটি বনার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিআরএসএস-কে এন আইচ প্রচেষ্টা প্রকল্পের আয়োজনে ও কেএনএইচ জার্মানী সহায়তায়
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিআরএসএস-কে এন আইচ প্রচেষ্টা প্রকল্পের পিও অসীম কুমার দাস,এও সুশান্ত হাওলাদার,সিএল এ সদস্য নাসরিন বেগম,আমেনা বেগম,নতুন কুড়ি কিশোরী ক্লাবের সদস্য ফাইজা আক্তার।আলোচনা সভার সঞ্চালনা করেন জয়যাত্রা সিএল এর প্রতিনিধি লিমা বেগম প্রমুখ।























