১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে তর্কের জেরে নির্মাণ শ্রমিক খুন

কক্সবাজার শহরের লাইট হাউস পাড়ায় তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জেরে নির্মাণ শ্রমিক মো. সারওয়ার (৩০) নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে নির্মাণাধীন ভবনে সারওয়ার ও তাঁর মামাতো ভাই মো. রায়হানের মধ্যে কাজকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়, যা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে রায়হান ভাঙা কাঁচের টুকরো দিয়ে সারওয়ারের পেটে আঘাত করেন।

স্থানীয়রা আহত সারওয়ারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সারওয়ার ওই এলাকার আবুল কালামের ছেলে এবং পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানিয়েছেন, রায়হান ঘটনাস্থল ত্যাগ করেছে এবং পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে তর্কের জেরে নির্মাণ শ্রমিক খুন

আপডেট সময় : ০৮:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

কক্সবাজার শহরের লাইট হাউস পাড়ায় তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জেরে নির্মাণ শ্রমিক মো. সারওয়ার (৩০) নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে নির্মাণাধীন ভবনে সারওয়ার ও তাঁর মামাতো ভাই মো. রায়হানের মধ্যে কাজকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়, যা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে রায়হান ভাঙা কাঁচের টুকরো দিয়ে সারওয়ারের পেটে আঘাত করেন।

স্থানীয়রা আহত সারওয়ারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সারওয়ার ওই এলাকার আবুল কালামের ছেলে এবং পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানিয়েছেন, রায়হান ঘটনাস্থল ত্যাগ করেছে এবং পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমআর/সবা