০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে বিএনপির গণসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করছি। তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করেই বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যাচ্ছে।”

সভায় সভাপতিত্ব করেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম জিন্নাহ। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিনুল বারী তালুকদার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তছির, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সেরাজুল ইসলাম তোতা, সোনাখাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোন্নাফ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক কাঠামো সংস্কার করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ৩১ দফা রূপরেখা একটি যুগান্তকারী উদ্যোগ।

তারা তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিচার না হওয়া পর্যন্ত, আমরা রাজপথ ছাড়ব না: জুমা

রায়গঞ্জে বিএনপির গণসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করছি। তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করেই বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যাচ্ছে।”

সভায় সভাপতিত্ব করেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম জিন্নাহ। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিনুল বারী তালুকদার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তছির, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সেরাজুল ইসলাম তোতা, সোনাখাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোন্নাফ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক কাঠামো সংস্কার করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ৩১ দফা রূপরেখা একটি যুগান্তকারী উদ্যোগ।

তারা তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান।

এমআর/সবা