০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে সচেতনতামূলক আলোচনা সভা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল — “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম।

সভায় দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ করতে হবে এবং দুর্ঘটনা কমাতে দক্ষ চালক নিশ্চিত করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা, মেরুং ইউপি চেয়ারম্যান মিনা চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, আনসার ভিডিপি অফিসার মো. মোস্তাকিমুল হক ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা চিন্বয় বর্মন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা অটোরিকশা সমিতি, জীব মালিক সমিতি, মাহিন্দ্র চালক ও মালিক সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বাড়ছে, যা মানুষের জীবন ও সম্পদের জন্য বড় হুমকি। সড়ক পরিবহন আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি হেলমেট ব্যবহার, নিরাপদ গতি ও জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

দীঘিনালায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে সচেতনতামূলক আলোচনা সভা

আপডেট সময় : ০৮:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল — “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম।

সভায় দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ করতে হবে এবং দুর্ঘটনা কমাতে দক্ষ চালক নিশ্চিত করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা, মেরুং ইউপি চেয়ারম্যান মিনা চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, আনসার ভিডিপি অফিসার মো. মোস্তাকিমুল হক ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা চিন্বয় বর্মন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা অটোরিকশা সমিতি, জীব মালিক সমিতি, মাহিন্দ্র চালক ও মালিক সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বাড়ছে, যা মানুষের জীবন ও সম্পদের জন্য বড় হুমকি। সড়ক পরিবহন আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি হেলমেট ব্যবহার, নিরাপদ গতি ও জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এমআর/সবা