০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর সদরে ধানের শীষ চান ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান

Oplus_16909312

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে গণতন্ত্র মঞ্চ ঘোষিত প্রার্থী ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

এসময় তিনি বলেন, ৪২ টি দল বিএনপির সাথে মিলে গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছি। জুলাই গণঅভ্যুত্থানে আমি সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলাম। আমি গুলি খেয়েছিলাম। ৭১ সালে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছি আবার সৌভাগ্যের বিষয় ২৪ এর গণঅভ্যুত্থানেরও একজন যোদ্ধা ছিলাম। জোটবদ্ধভাবে বিএনপির সাথে আমাদের আসন ভাগাভাগি হবে। আমি আশাবাদী জামালপুর-৫ আসনে অগ্রাধিকার ভিত্তিতে ধানের শীষ প্রতীক পেয়ে নির্বাচন করতে পারবো। কেন্দ্রীয় বিএনপির সাথে আমার আলোচনা হয়েছে। আমাকে তারা আশ্বাস দিয়েছে।

তিনি আরও বলেন, আমার দল জনশক্তি পার্টির পক্ষ থেকে আমি জুলাই সনদে সাক্ষর করেছি। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। পিছানোর কোন সুযোগ নেই। জামালপুর থেকে প্রতিদিনই আমার কাছে ফোন আসে এখানে চাঁদাবাজি হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে চাঁদাবাজি কে করে আমি বলতে চাই না। আপনারা সবই জানেন। আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি। মার্কা চেয়েছি মাওলানা ভাসানীর মাথার টুপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের সকাল বাজারে গণতন্ত্র মঞ্চের জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভাসানী জনশক্তি পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান তালুকদার বাদলের সভাপতিত্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রীক দল (জেএসডি) জেলা সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমীর উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট তাজউদ্দীন সবুজ প্রমূখ।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

জামালপুর সদরে ধানের শীষ চান ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে গণতন্ত্র মঞ্চ ঘোষিত প্রার্থী ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

এসময় তিনি বলেন, ৪২ টি দল বিএনপির সাথে মিলে গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছি। জুলাই গণঅভ্যুত্থানে আমি সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলাম। আমি গুলি খেয়েছিলাম। ৭১ সালে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছি আবার সৌভাগ্যের বিষয় ২৪ এর গণঅভ্যুত্থানেরও একজন যোদ্ধা ছিলাম। জোটবদ্ধভাবে বিএনপির সাথে আমাদের আসন ভাগাভাগি হবে। আমি আশাবাদী জামালপুর-৫ আসনে অগ্রাধিকার ভিত্তিতে ধানের শীষ প্রতীক পেয়ে নির্বাচন করতে পারবো। কেন্দ্রীয় বিএনপির সাথে আমার আলোচনা হয়েছে। আমাকে তারা আশ্বাস দিয়েছে।

তিনি আরও বলেন, আমার দল জনশক্তি পার্টির পক্ষ থেকে আমি জুলাই সনদে সাক্ষর করেছি। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। পিছানোর কোন সুযোগ নেই। জামালপুর থেকে প্রতিদিনই আমার কাছে ফোন আসে এখানে চাঁদাবাজি হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে চাঁদাবাজি কে করে আমি বলতে চাই না। আপনারা সবই জানেন। আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি। মার্কা চেয়েছি মাওলানা ভাসানীর মাথার টুপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের সকাল বাজারে গণতন্ত্র মঞ্চের জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভাসানী জনশক্তি পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান তালুকদার বাদলের সভাপতিত্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রীক দল (জেএসডি) জেলা সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমীর উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট তাজউদ্দীন সবুজ প্রমূখ।

এমআর/সবা