ভাষাসংগ্রামী আহমদ রফিকের শোকসভা আয়োজনের জন্য ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শোকসভা ২৪ অক্টোবর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বিকেল সাড়ে তিনটায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।
ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দিগন্ত পত্রিকার অফিসে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি কবি মুনীর সিরাজ। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসমাইল সাদী।
আহমদ রফিক ২ অক্টোবর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ৯৬ বছর বয়সে ভাষা আন্দোলন ও রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে গবেষণা করে শতাধিক গ্রন্থ লিখেছেন। বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি।
এমআর/সবা
























