০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জানালপুর-৪ আসনে শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা জেলা বিএনপি সভাপতির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৪০ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনকে ঘিরে সকল স্তরের নেতা-কর্মীদের জন্য কঠোর শৃঙ্খলা নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

রোববার (২৬ অক্টোবর) রাতে দলীয় ঐক্য ও সংহতি রক্ষায় এ নির্দেশনা জারি করেন তিনি। যা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

​দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সরিষাবাড়ী আসনে সম্ভাব্য প্রার্থী ও মনোনয়ন সংক্রান্ত গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বিশৃঙ্খলা এড়াতে ও দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নেতা-কর্মীদের বিশেষভাবে সতর্ক ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

দল থেকে আনুষ্ঠানিকভাবে আসন বা প্রার্থী সংক্রান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষত ফেসবুকে “মনোনয়ন পেয়েছেন”, “গ্রীন সিগন্যাল পেয়েছেন” ইত্যাদি দাবি-সম্বলিত কোন পোস্ট, স্ট্যাটাস, রিঅ্যাকশন বা মন্তব্য করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সরিষাবাড়ী আসনের সম্ভাব্য কোনো প্রার্থীকে লক্ষ্য করে আক্রমণাত্মক, অপমানজনক বা বিদ্বেষমূলক বক্তব্য, পোস্ট, কমেন্ট বা শেয়ার করা থেকে সকলকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

মনোনয়নপ্রাপ্তির গুজব বা ধারণার ভিত্তিতে কোনো প্রকার মিষ্টি বিতরণ, বিজয় মিছিল বা যেকোনো প্রকার উৎসব আয়োজন দলীয় নীতি ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

​দলীয় নীতিনির্ধারকেরা আশা করছেন, এই নির্দেশাবলী পালনের মাধ্যমে নেতা-কর্মীরা দলীয় ঐক্য ও সংহতি বজায় রাখবেন। একইসঙ্গে সতর্ক করা হয়েছে উপরোক্ত নির্দেশনা অমান্য করে কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন, তবে দলের সাংগঠনিক বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

​নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে, দলীয় ঐক্য, সংহতি ও শৃঙ্খলা রক্ষার্থে সকলেই আন্তরিক সহযোগিতা করবেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জানালপুর-৪ আসনে শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা জেলা বিএনপি সভাপতির

আপডেট সময় : ০৪:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৪০ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনকে ঘিরে সকল স্তরের নেতা-কর্মীদের জন্য কঠোর শৃঙ্খলা নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

রোববার (২৬ অক্টোবর) রাতে দলীয় ঐক্য ও সংহতি রক্ষায় এ নির্দেশনা জারি করেন তিনি। যা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

​দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সরিষাবাড়ী আসনে সম্ভাব্য প্রার্থী ও মনোনয়ন সংক্রান্ত গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বিশৃঙ্খলা এড়াতে ও দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নেতা-কর্মীদের বিশেষভাবে সতর্ক ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

দল থেকে আনুষ্ঠানিকভাবে আসন বা প্রার্থী সংক্রান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষত ফেসবুকে “মনোনয়ন পেয়েছেন”, “গ্রীন সিগন্যাল পেয়েছেন” ইত্যাদি দাবি-সম্বলিত কোন পোস্ট, স্ট্যাটাস, রিঅ্যাকশন বা মন্তব্য করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সরিষাবাড়ী আসনের সম্ভাব্য কোনো প্রার্থীকে লক্ষ্য করে আক্রমণাত্মক, অপমানজনক বা বিদ্বেষমূলক বক্তব্য, পোস্ট, কমেন্ট বা শেয়ার করা থেকে সকলকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

মনোনয়নপ্রাপ্তির গুজব বা ধারণার ভিত্তিতে কোনো প্রকার মিষ্টি বিতরণ, বিজয় মিছিল বা যেকোনো প্রকার উৎসব আয়োজন দলীয় নীতি ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

​দলীয় নীতিনির্ধারকেরা আশা করছেন, এই নির্দেশাবলী পালনের মাধ্যমে নেতা-কর্মীরা দলীয় ঐক্য ও সংহতি বজায় রাখবেন। একইসঙ্গে সতর্ক করা হয়েছে উপরোক্ত নির্দেশনা অমান্য করে কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন, তবে দলের সাংগঠনিক বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

​নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে, দলীয় ঐক্য, সংহতি ও শৃঙ্খলা রক্ষার্থে সকলেই আন্তরিক সহযোগিতা করবেন।

এমআর/সবা