০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদলকর্মী নিহত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ব্যানার টাঙানো ও সরানোর ঘটনাকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে নগরের বাকলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায়। নিহত সাজ্জাদ নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) এমদাদুল হক বাদশার অনুসারী ছিলেন।

ঘটনার সূত্রপাত হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত একটি ব্যানার সরানোর বিষয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা থেকে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া গুলিবিদ্ধ সহ আরও আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদলকর্মী নিহত

আপডেট সময় : ০৫:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ব্যানার টাঙানো ও সরানোর ঘটনাকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে নগরের বাকলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায়। নিহত সাজ্জাদ নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) এমদাদুল হক বাদশার অনুসারী ছিলেন।

ঘটনার সূত্রপাত হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত একটি ব্যানার সরানোর বিষয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা থেকে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া গুলিবিদ্ধ সহ আরও আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এমআর/সবা