গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জয়পুরহাটের পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতিতে আয়োজন করা হলো হা-ডু-ডু প্রতিযোগিতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কুসুম্বা ইউনিয়নের কাটাপুকুর গ্রামের যুবসমাজের আয়োজনে কাটাপুকুর মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পাঁচবিবি থানার যুবদলের সাবেক সভাপতি, উচাই জেরকা এসএসসি উচ্চবিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক সামছুল হুদা দুলাল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—পৌর জিয়া পরিষদের সভাপতি ও পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন, উড়ানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজায়ানুল করিম বাবু, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সদস্য সুলতান আহম্মেদ, বিএনপি কর্মী মো. জয়নুল আবেদীন ও আমানুল্লাহ আমান প্রমুখ।
এ প্রতিযোগিতায় মোট ৮ দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাড়ারপাড়া যুবদল বনাম জয়হার যুবদল। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে সব বয়সের মানুষের ঢল নামে। গ্রামের যুবসমাজের আয়োজকরা জানান— নিজস্ব অর্থায়নে এই আয়োজন, উদ্দেশ্য হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা। দর্শকরা এ আয়োজনকে প্রতি বছর বড় পরিসরে আয়োজনের দাবি জানিয়েছেন।
এমআর/সবা

























