বান্দরবানের আলীকদমে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ লঙ্ঘনের দায়ে অবৈধভাবে পরিচালিত দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযান দল। একই সঙ্গে বিপুল পরিমাণ লাকড়িও জব্দ করা হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর ২০২৫) বিকাল ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলার তিনটি ইটভাটার মধ্যে এবিএম (ABM) ও ইউবিএম (UBM) ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে ২১২০ গণফিট লাকড়ি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে অত্র ইটভাটাগুলোর সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অনুমোদনবিহীন কোনো ইটভাটা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পরিচালিত কোনো ইটভাটাকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, অবৈধ ইটভাটা বন্ধে এই ধরনের কঠোর পদক্ষেপ পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ইতিবাচক প্রভাব ফেলবে।
এমআর/সবা




















