“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস। ১ নভেম্বর, শনিবার বেলা ১২টায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালী শেষে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা ভূমি সহকারী কমিশনার নাজিয়া নওরীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক চৌধুরী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সাংবাদিক সামিউল আলম সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকবৃন্দ।
স্বাগত বক্তব্যে সমবায় কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম জানান, বিরামপুর উপজেলায় বর্তমানে প্রায় ৯০টি নিবন্ধিত সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে। তিনি সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও সামাজিক সাম্যের বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন সমবায় সমিতির কার্যক্রম পরিচালনায় সভাপতি ও সম্পাদক সহ ব্যবস্থাপনা কমিটিকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার পাশাপাশি সদস্যদের সমিতির প্রতি আস্থা অর্জনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে এবং সমবায় সমিতি গুলোকে সমবায় আইন ও নীতিমালা অনুযায়ী পরিচালনা করার জন্য সমিতির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপনা কমিটি, সমিতির সদস্য ও সদস্যাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের সমবায় দিবসের পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও ঐক্যের বার্তা বহনকারী এক সুন্দর আয়োজন।
এমআর/সবা


























