সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিওপির টহল দল দুটি পৃথক অভিযান পরিচালনা করে।
শনিবার (১ নভেম্বর) বিকাল ৫টা ৩০ মিনিটে বালারহাট বিওপি’র আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পালপাড়া এলাকায় একটি ইজিবাইকে মাদক পাচারের খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়। বিজিবিকে দেখে চোরাকারবারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরে ইজিবাইক তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে, রোববার (২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মোগলহাট বিওপি’র আওতাধীন চর ফলিমারী এলাকায় বিজিবির অপর একটি দল অভিযান চালায়। চোরাকারবারীরা বিজিবিকে দেখে মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল থেকে ৩৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক ও ইজিবাইকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,“দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
এমআর/সবা

























