দিনাজপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থীতা ঘোষণায় দলীয় নেতা- কর্মীদের মধ্যে বইছে উচ্ছাস ও আনন্দের জোয়ার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষিত হওয়ায় নির্বাচনী উচ্ছাসে উত্তাল দিনাজপুর।
মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দান থেকে বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন এ মিছিলে। মোটরসাইকেল ও পিকআপ নিয়ে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়।
র্যালীতে অংশগ্রহণ করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড.
মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
দিনাজপুর সদর-৩ আসনটিতে এর আগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশীদ জাহান হক নির্বাচিত হয়েছিলেন। এবার খালেদা জিয়া প্রার্থী হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরপর বিকেল ৪ টায় জেলা বিএনপি নেতা বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শুভ/সবা


























