চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর এর মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রার্থী ঘোষনার ৩ দিন পর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহারের অনুসারীরা।
গত শুক্রবার ৭ নভেম্বর বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট ও ঝংকার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
এ সময় বাহারের অনুসারীরা সরওয়ার আলমগীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেন।
উপজেলা মৎসজিবী দলের সাধারণ সম্পাদক নাসির শিকদার বলেন, দলের দুঃসময়ে আজিম উল্লাহ বাহার সব সময় নেতা–কর্মীদের পাশে ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে দলের কার্যক্রমে সক্রিয় থেকে তৃণমূল নেতা–কর্মীদের আস্থা অর্জন করেছেন।
এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তাঁকে মনোনয়ন দিতে হবে।
উপজেলা বিএনপির সদস্য সরোয়ার মফিজ বলেন, “আজিম উল্লাহ বাহারের নেতৃত্বেই ফটিকছড়ি উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। অথচ তৃণমূলের মতামত অগ্রাহ্য করে মনোনয়ন দেওয়া হয়েছে অন্য একজনকে।
যদি আজিম উল্লাহ বাহারকে প্রার্থী ঘোষণা না করা হয়, তবে তৃণমূল বিএনপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
এর আগে বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা সদর বিবিরহাটে উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহার ও বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের অনুসারীরারা আলাদা কর্মসূচী পালন করেন।
এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেন,আমাদের দলের অনেক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলের শীর্ষ নেতৃবৃন্দ তৃণমূলের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। কেউ যদি দলের নির্দেশ অমান্য করে বিক্ষোভ করেন,তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন,প্রার্থী পরিবর্তনের দাবীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বিবিরহাট ও নাজিরহাট ঝংকার এলাকায় বিএনপির একটি পক্ষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
পরে আমরা বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেছি।
এমআর/সবা




















