নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “বিএনপিকে মনে রাখতে হবে, এখনো আন্দোলন শেষ হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।”
শুক্রবার বিকেলে নগরের ২ নম্বর গেইট বিপ্লব উদ্যানের পাশে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “গত ১৭ বছর আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির বিজয় ছিনিয়ে এনেছি। এবারও একইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বাংলাদেশের মানুষ। তাই ঐক্য ভাঙার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “যারা নির্বাচন বিলম্বিত করতে বা বাধাগ্রস্ত করতে চায়, তাদের ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধভাবে পরাজিত করতে হবে। জুলাই সনদ নিয়ে বিভক্তি তৈরি না করে ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, চ্যাপ্টার ক্লোজ।”
চট্টগ্রাম–৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে নিন্দা জানিয়ে খসরু বলেন, “বলা হচ্ছে দুই দলের অন্তর্দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। কিন্তু সেটা বিএনপির গণসংযোগে কেন হবে? কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে কিনা তা নজরে রাখতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “তারেক রহমান নির্দেশ দিয়েছেন—দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পাশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটি ভবিষ্যৎ বিএনপির জন্য বড় পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আবুল হাশেম বক্কর, শামসুল আলম ও ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
সভায় নেতারা বলেন, ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও জাতীয় স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসতে হবে। দেশের মানুষ ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
এমআর/সবা


























