০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৯ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বিজিবি জানায়, চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ঝাউরানী বিওপি’র একটি বিশেষ টহলদল শনিবার গভীর রাতে হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে ভারতীয় সীমানায় ঢুকে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক বিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতাচান তিনি।

তিনি আরও জানান, যারাই মাদক কারবারে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোপন তথ্য সরবরাহকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিচার না হওয়া পর্যন্ত, আমরা রাজপথ ছাড়ব না: জুমা

লালমনিরহাটে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

আপডেট সময় : ০৫:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৯ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বিজিবি জানায়, চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ঝাউরানী বিওপি’র একটি বিশেষ টহলদল শনিবার গভীর রাতে হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে ভারতীয় সীমানায় ঢুকে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক বিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতাচান তিনি।

তিনি আরও জানান, যারাই মাদক কারবারে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোপন তথ্য সরবরাহকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এমআর/সবা