বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের জানাজা রবিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টায় ইউনিয়নের গরদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও বরিশাল-২ আসনের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু উপস্থিত ছিলেন। এ সময় বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মঞ্জুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলামসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওই দিন ভোর রাতে বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছগির খান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুর খানের ছোট ভাই এবং সৈয়দ বজলুল হক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুন্না খান তাকির পিতা। ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।
এমআর/সবা





















