তারুণ্যের উৎসব এবং নারী উদ্যোক্তাদের সম্ভাবনা উন্মোচনের লক্ষ্য নিয়ে নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর (সোমবার) সকাল থেকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আমিনা খাতুন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সফল উদ্যোক্তা কামরুন নাহার এবং জেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিনিধি প্রমুখ।

উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে শীতের শুরুতেই প্রতিভাবান উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি পণ্য প্রদর্শন করেন। এখানে ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, নকশী পিঠা, ঝাল পিঠা, চিতই পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, দুধ চিতই, ভেজা চিতই, ফুলকপি পাকোড়া, ডিম পিঠা, নারিকেল পুলিসহ অন্তত ৫০ প্রকার পিঠার স্টল বসানো হয়। এছাড়া আচার, হাতে তৈরি পোশাক, বিভিন্ন হস্তশিল্প ও স্থানীয় পণ্যের প্রদর্শনীও হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।
উদ্যোক্তারা জানান, নওগাঁয়ে বহু নারী উদ্যোক্তা রয়েছেন, যাদের কাছে চমৎকার আইডিয়া এবং নিজেদের তৈরি পণ্য রয়েছে। তবে প্রচার ও বাজারজাতের অভাবে তারা যথেষ্ট বিক্রি করতে পারছেন না। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের এই আয়োজনের মাধ্যমে তারা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাচ্ছেন এবং নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার ক্ষেত্র তৈরি হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “এই ধরনের আয়োজন উদ্যোক্তাদের বিক্রয় ও দক্ষতা বাড়াতে সহায়ক। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তি প্রজ্বলিত হবে। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন অব্যাহত রাখব।”

মেলা ও পিঠা উৎসবে অংশ নেওয়া দর্শনার্থীরা বলেন, এই ধরনের আয়োজন শুধু খাবার বা পণ্য প্রদর্শনের নয়, বরং স্থানীয় উদ্যোক্তাদের শক্তি ও সম্ভাবনা সামনে আনার একটি মাধ্যম। নারী উদ্যোক্তাদের স্বনির্ভর হতে সহায়তা করাই মূল উদ্দেশ্য।
উক্ত দিনব্যাপী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার নারী ও যুব উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এবং তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করার মাধ্যমে উৎসবকে সফল করে তোলেন।
এমআর/সবা























