দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনার সরকার প্রচুর উন্নয়নমূলক কাজ করেছে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উপবৃত্তি প্রদান করেছে। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রচুর অব কাঠামো নির্মাণ করেছে।
তিনি মঙ্গলবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নবনির্মিত স্কুল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আহসান
ইলিটগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম, পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল হাসান ভূঁইয়া, সাবেক যুবলীগ নেতা আবুল হাসনাত শাহিন মাস্টার , উপস্থিত ছিলেন সজল মেম্বার, চন্দন সাহা, যুবলীগ নেতা মনির হোসেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ময়নাল হোসেন, প্রধান শিক্ষক জয়নব বিবি, আওয়ামী লীগ নেতা মফিজ প্রধানসহ আরো অনেকে।




















