০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সিলেট টেস্ট

১ উইকেটে ৩৩৮ রান তুলে দিন শেষ করল বাংলাদেশ

সিলেটে দারুণ একটি দিন কাটাল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৩৩৮/১। ওপেনার মাহমুদুল হাসান ১৬৯ রানে ও মুমিনুল হক ৮০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হয়েছেন ৮০ রানে। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ৫২ রানে এগিয়ে বাংলাদেশ।

৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড অলআউট হয় ২৮৬ রানে। আজ মাত্র ২ ওভারই টেকে দলটি।

এরপর মাহমুদুল হাসান ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে ১৬৮ রান ওঠে। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে ১৭০ রানের জুটি গড়েন মুমিনুল হক ও মাহমুদুল হাসান।

সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯২.২ ওভারে ২৮৬ (স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১; মিরাজ ৩/৫০, হাসান ২/৪২, মুরাদ ২/৪৭, তাইজুল ২/৭৮)। বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৩৮/১ (মাহমুদুল ১৬৯*, সাদমান ৮০, মুমিনুল ৮০*; হামফ্রিস ১/৭৮)। (২য় দিন শেষে)
১৫: ৫৮
মাহমুদুলের ক্যারিয়ার–সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৮৮/১

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাকে সর্বোচ্চ ইনিংসে রূপান্তর করেছেন মাহমুদুল হাসান। বাংলাদেশ ওপেনারের টেস্টে আগের সর্বোচ্চ ছিল ১৩৭ রান। ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ইনিংসটি খেলেছিলেন মাহমুদুল। ইনিংসের ৭৭ ওভার শেষে মাহমুদুল অপরাজিত ছিলেন ১৩৮ রানে।

 

দ্বিতীয় উইকেটে মাহমুদুল–মুমিনুলের ১০০ রানের জুটি
১৬৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ওপেনার মাহমুদুল হাসান মুমিনুল হককে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০০ রানের বেশি যোগ করেছেন। মাহমুদুল সেঞ্চুরি ও মুমিনুল ফিফটি পেয়ে গেছেন।

মুমিনুলের ফিফটি
টেস্ট ক্যারিয়ারে ৩৬তম বার ৫০ ছুঁলেন মুমিনুল হক। আগের ৩৫ বারের ১৩ বার সেঞ্চুরি পেয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

৭০তম ওভারের দ্বিতীয় বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মেরে ফিফটিতে পৌঁছান মুমিনুল।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

সিলেট টেস্ট

১ উইকেটে ৩৩৮ রান তুলে দিন শেষ করল বাংলাদেশ

আপডেট সময় : ০৫:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

সিলেটে দারুণ একটি দিন কাটাল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৩৩৮/১। ওপেনার মাহমুদুল হাসান ১৬৯ রানে ও মুমিনুল হক ৮০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হয়েছেন ৮০ রানে। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ৫২ রানে এগিয়ে বাংলাদেশ।

৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড অলআউট হয় ২৮৬ রানে। আজ মাত্র ২ ওভারই টেকে দলটি।

এরপর মাহমুদুল হাসান ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে ১৬৮ রান ওঠে। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে ১৭০ রানের জুটি গড়েন মুমিনুল হক ও মাহমুদুল হাসান।

সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯২.২ ওভারে ২৮৬ (স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১; মিরাজ ৩/৫০, হাসান ২/৪২, মুরাদ ২/৪৭, তাইজুল ২/৭৮)। বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৩৮/১ (মাহমুদুল ১৬৯*, সাদমান ৮০, মুমিনুল ৮০*; হামফ্রিস ১/৭৮)। (২য় দিন শেষে)
১৫: ৫৮
মাহমুদুলের ক্যারিয়ার–সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৮৮/১

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাকে সর্বোচ্চ ইনিংসে রূপান্তর করেছেন মাহমুদুল হাসান। বাংলাদেশ ওপেনারের টেস্টে আগের সর্বোচ্চ ছিল ১৩৭ রান। ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ইনিংসটি খেলেছিলেন মাহমুদুল। ইনিংসের ৭৭ ওভার শেষে মাহমুদুল অপরাজিত ছিলেন ১৩৮ রানে।

 

দ্বিতীয় উইকেটে মাহমুদুল–মুমিনুলের ১০০ রানের জুটি
১৬৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ওপেনার মাহমুদুল হাসান মুমিনুল হককে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০০ রানের বেশি যোগ করেছেন। মাহমুদুল সেঞ্চুরি ও মুমিনুল ফিফটি পেয়ে গেছেন।

মুমিনুলের ফিফটি
টেস্ট ক্যারিয়ারে ৩৬তম বার ৫০ ছুঁলেন মুমিনুল হক। আগের ৩৫ বারের ১৩ বার সেঞ্চুরি পেয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

৭০তম ওভারের দ্বিতীয় বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মেরে ফিফটিতে পৌঁছান মুমিনুল।

এমআর/সবা