বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় রূপকল্প বাস্তবায়নের দাবিতে বান্দরবান-৩০০ নং আসনের মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর নেতৃত্বে আলীকদমে গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে আলীকদম উপজেলা সদর থেকে শুরু হওয়া এই র্যালিতে বিভিন্ন স্তরের শত শত মানুষ অংশ নেন, যা পুরো এলাকা জুড়ে নির্বাচনী আমেজ সৃষ্টি করে।
পাহাড়ি-বাঙ্গালি মিলেই র্যালিটি উপজেলা বাজার এলাকা, প্রধান সড়ক ও বিভিন্ন পাড়া প্রদক্ষিণ করে। গণসংযোগ কর্মসূচির প্রতিটি স্থানে উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাচিং প্রু জেরী। তিনি বলেন—বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ পুনরায় গণতন্ত্রের পথে ফিরে আসবে। জনগণের ভোটাধিকারের সুরক্ষা, ন্যায়বিচার, উন্নয়ন ও সমান অধিকার প্রতিষ্ঠার জন্য এই ৩১ দফা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন—আলীকদমসহ পুরো পার্বত্য অঞ্চলে উন্নয়ন বৈষম্য বহুদিনের সমস্যা। যদি জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে শিক্ষা-স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, নিরাপত্তা, ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়ন এবং পর্যটন প্রচারণায় বিশেষ পরিকল্পনা হাতে নেব। পাহাড়ি-বাঙ্গালি সব জনগণই সমান সুযোগ পাবে।”
র্যালিতে অংশ নেওয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, রাজপুত্র সাচিং প্রু জেরীর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে, যা আগামী নির্বাচনে একটি শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
গণসংযোগ শেষে প্রার্থী সাচিং প্রু জেরী বাজার, দোকান, ঘরবাড়ি ও কর্মস্থলে গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলের ৩১ দফার অঙ্গীকার তুলে ধরেন।
নেতাকর্মীদের ভাষ্য—এই কর্মসূচি আলীকদমে নির্বাচনী তৎপরতায় নতুন গতি এনে দিয়েছে।
এমআর/সবা



















