আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দশ জন প্রার্থী। মনোনয়নপত্র জমাদানের দিন যতই কাছে আসছে, ততই রিটার্নিং অফিস থেকে প্রার্থীদের ফরম সংগ্রহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকারি তালিকায় মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খাগড়াছড়ি রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে আরও আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন:
১. সতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান
২. বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া
৩. সতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা
৪. সতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা
৫. সতন্ত্র প্রার্থী লাব্রিচাই মারমা
৬. বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী
৭. সতন্ত্র প্রার্থী সন্তোষিত চাকমা
৮. ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ কাউছার
৯. ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী নূর ইসলাম
১০. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মনজিলা সুলতানা
রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত বলেন, “এখন পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অফিস থেকে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।”




















