ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১০ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম।
এ সময় তিনি বলেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেলে জনগণের আস্থা অর্জন করতে চাই। নির্বাচনে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি ও দায়িত্বের অংশ।”
মনোনয়নপত্র জমার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবুল কাশেম মাতব্বর, সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারী আল মুহাম্মদ ইকবাল, অ্যাসিসট্যান্ট সেক্রেটারী এ্যাড. পারভেজ তালুকদার এবং নগর নেতৃবৃন্দ।
উক্ত কার্যক্রমে দলের নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণা ও ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধান ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
এমআর/সবা
























