মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে রাজ ইউনিক কসমেটিকস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকালে শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের লক্ষীপুরা এলাকার নয়াকান্দি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব জান্নাতুল নাইম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শিবালয়, মানিকগঞ্জ। অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), মানিকগঞ্জের তথ্য ও সহযোগিতা প্রদান করে।
অভিযানকালে ‘রাজ ইউনিক কসমেটিকস’ নামের এই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে হেয়ার অয়েল, ক্রিম, সাবান ও শ্যাম্পু উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রশিদ (৩৮) সাক্ষীদের সামনে অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানে শিবালয় থানা পুলিশের একটি দল ফোর্স সহায়তা প্রদান করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।























