০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলনের আকস্মিক মৃত্যু

জামালপুরের সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সম্মানিত সদস্য আনোয়ারুল ইসলাম মিলন আর নেই। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের গেটপার এলাকার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গোসলের প্রস্তুতি নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারুল ইসলাম মিলন দীর্ঘদিন ধরে দৈনিক মানবজমিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের জামালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম জানান, “মিলন খুব সৎ, নির্ভীক এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন সাংবাদিক ছিলেন। সমস্যায় পড়লে সে সবার আগে এগিয়ে যেত। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, “মিলন ছিলেন একজন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। গতকালও তাঁর লেখা একটি সংবাদ প্রকাশিত হয়েছে। রাতেও আমাদের ফোনে কথা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা গভীর শোকাহত। প্রেসক্লাব তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।”

বাদ আছর জামালপুর শহরের পিটিআই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে আনোয়ারুল ইসলাম মিলন স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

জামালপুরে সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলনের আকস্মিক মৃত্যু

আপডেট সময় : ০১:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

জামালপুরের সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সম্মানিত সদস্য আনোয়ারুল ইসলাম মিলন আর নেই। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের গেটপার এলাকার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গোসলের প্রস্তুতি নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারুল ইসলাম মিলন দীর্ঘদিন ধরে দৈনিক মানবজমিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের জামালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম জানান, “মিলন খুব সৎ, নির্ভীক এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন সাংবাদিক ছিলেন। সমস্যায় পড়লে সে সবার আগে এগিয়ে যেত। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, “মিলন ছিলেন একজন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। গতকালও তাঁর লেখা একটি সংবাদ প্রকাশিত হয়েছে। রাতেও আমাদের ফোনে কথা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা গভীর শোকাহত। প্রেসক্লাব তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।”

বাদ আছর জামালপুর শহরের পিটিআই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে আনোয়ারুল ইসলাম মিলন স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমআর/সবা