আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী-২ (পলাশ) আসনে নির্বাচনী মাঠে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে বুধবার বিশাল গণসংযোগ করেছে পলাশ উপজেলা ও ঘোড়াশাল শহর ছাত্রদল। কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পলাশ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই গণসংযোগে নেতৃত্ব দেন পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন এবং ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। পলাশের প্রধান প্রধান সড়ক, বাজার ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ, ধানের শীষ প্রতীকের প্রচারণা ও সমর্থন আদায়ের কার্যক্রম চলে কয়েক ঘণ্টা ধরে। গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে, যা নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
গণসংযোগকারীরা পলাশ বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে এবং শেষে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে গণসংযোগের সমাপ্তি ঘোষণা করেন। পুরো গণসংযোগ জুড়ে স্লোগান, পোস্টার ও ব্যানারের মাধ্যমে মঈন খানের উন্নয়নমূলক বার্তা ও দলীয় অবস্থান তুলে ধরা হয়।

গণসংযোগ শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তারা অভিযোগ করেন, অতীতের ভুল নীতি, দুর্বল ব্যবস্থাপনা ও গণতন্ত্রহীন রাজনৈতিক পরিস্থিতির কারণে জনগণ আজ নতুন নেতৃত্বের অপেক্ষায় আছে। তাদের বিশ্বাস, সাবেক মন্ত্রী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. আবদুল মঈন খানই নরসিংদী-২ পলাশ আসনকে উন্নয়ন ও সুশাসনের পথে নিয়ে যেতে সক্ষম হবেন।
বক্তারা বলেন, “মঈন খান সারাদেশের মানুষের কাছে একজন সৎ, দক্ষ ও নীতিবান ব্যক্তি হিসেবে পরিচিত। যদি জনগণ তাকে নির্বাচিত করে দেশের দায়িত্ব দেন, তবে তিনি কখনো জনগণের আস্থার অবমাননা করবেন না।” তারা আরও বলেন, তরুণদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিল্পাঞ্চলের বিস্তার—সব ক্ষেত্রেই মঈন খানের অভিজ্ঞতার ছোঁয়া পলাশবাসী অনুভব করবে।
সভায় ছাত্রদলের নেতারা আরও দাবি করেন, পলাশ উপজেলাকে একটি আধুনিক ও পরিকল্পিত অঞ্চলে রূপ দিতে ড. মঈন খানের মতো জননেতার প্রয়োজন। তার হাত ধরে শিল্পসমৃদ্ধ পলাশ উপজেলায় কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে বলে মনে করছেন তারা।
গণসংযোগে পলাশ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাই ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনগণের ঘরে ঘরে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমআর/সবা























