০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অর্ধেকে নেমেছে মাতারবাড়ীর বিদ্যুৎ উৎপাদন

  • বয়লারে ছাই জমায় বিদ্যুৎকেন্দ্রে লোকসান ১১’শ কোটি টাকা
  • কর্তৃপক্ষ উদাসীন, দায় নিতে চাচ্ছে না কেউ
  • অনুসন্ধানের জন্য গঠিত পরামর্শক দল দিতে পারেনি প্রতিবেদন

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দেশের অন্যতম বড় জ্বালানি প্রকল্প। বিদ্যুৎ বিভাগের তথ্যানুযায়ী, কেন্দ্রটিতে ন্যূনতম ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। কিন্তু সম্প্রতি বিদ্যুৎকেন্দ্রটিতে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। কেন্দ্রটির বয়লারে ছাই জমে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এর ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। উৎপাদন অর্ধেকে নেমে আসায় এরই মধ্যে ক্ষতি হয়েছে ১ হাজার ১৬৯ কোটি টাকার বেশি। এ যান্ত্রিক ত্রুটি এবং আর্থিক ক্ষতির দায় নিয়ে শুরু হয়েছে রশি টানাটানি। দায় নিতে চাচ্ছে না কোনো পক্ষই। চলতি বছরের শুরু থেকেই মাতারবাড়ী কেন্দ্রের বয়লারে ছাই জমা এবং উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছে গড়ে মাত্র ৫০ শতাংশ। ফলে ঘণ্টাপ্রতি মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষতি হয়েছে ৪৮ লাখ ৪০ হাজার মেগাওয়াট, যার ক্যাপাসিটি পেমেন্ট বাবদ ক্ষতি হয়েছে প্রায় ৯৫ দশমিক ৮ মিলিয়ন ডলার বা ১ হাজার ১৬৯ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, জাপানের সহায়তায় নির্মিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রটি দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের আধুনিকতম উদাহরণ। কিন্তু এখন এর ত্রুটি শুধু প্রযুক্তিগত নয় এটি চুক্তি ব্যবস্থাপনা, আর্থিক ক্ষতি এবং প্রকল্প পরিচালনার দুর্বলতারও প্রতিফলন। সময়মতো সংস্কার কাজ শুরু না হলে মাতারবাড়ী কেন্দ্রটি দীর্ঘ সময় অর্ধেক ক্ষমতায় চালাতে হতে পারে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ঘাটতি ও ব্যয় বাড়বে। দ্রুত সমাধান না হলে মাতারবাড়ীর মতো মেগা প্রকল্পের প্রত্যাশিত সুফল দীর্ঘ সময় অনিশ্চিত থেকে যাবে। জানা গেছে, ত্রুটির কারণ অনুসন্ধানের জন্য গঠিত মাতারবাড়ী যৌথ পরামর্শক দল (এমজেভিসি) এখনো চূড়ান্ত প্রতিবেদন দেয়নি। এতে প্রকল্প পরিচালনায় স্থবিরতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ত্রুটি শনাক্তের নির্ধারিত সময়সীমার মধ্যে (ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড) সমস্যার সমাধান না হলে দায়ভার ঠিকাদারকেই নিতে হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এসটিআইসি সেই দায় নিতে নারাজ। তাদের দাবি, ইঞ্জিনিয়ারিং, ক্রয় ও নির্মাণ চুক্তিতে (ইপিসি) এমন দায়ভার নেওয়ার কোনো ধারা নেই। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটির ত্রুটি মেরামতের জন্য ১৩৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তবে পুরো কাজ শেষ করতে সময় লাগবে প্রায় ২১ মাস। অন্যদিকে, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কারের এ খরচ বহনে অস্বীকৃতি জানিয়ে উল্টো ৪ হাজার ৭০০ কোটি টাকার মূল্যবৃদ্ধির দাবি তুলেছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চলমান প্রযুক্তিগত ও পরিচালনাগত সমস্যাগুলো নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সমস্যাগুলো উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন ইআরডির অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান। চলমান প্রকল্পের আওতায় উদ্ভূত সমস্যায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ব্যর্থতার মূল কারণগুলো দ্রুত অনুসন্ধান করে সমাধানের ব্যবস্থা নিতে হবে। বিষয়টি দ্রুত এগিয়ে নিতে বিশেষজ্ঞ দলের মাধ্যমে পরীক্ষা করার আহ্বান জানান তিনি। বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্প পরিচালক মুহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে কেন্দ্রের বয়লারে ছাই জমা (অ্যাশ স্লাগিং) এবং বাধা সৃষ্টি (ফাউলিং) সমস্যা দেখা দিচ্ছে। প্রকল্প থেকে বয়লারের ত্রুটি সংশোধন করে ফের পূর্ণ সক্ষমতায় আনার জন্য প্রকৌশল, ক্রয় ও নির্মাণ ঠিকাদার (ইপিসি) প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তিনি জানিয়েছেন, জাপানি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতোমো-তোশিবা-আইএইচআই করপোরেশন (এসটিআইসি) অভিযোগ করেছে, প্রকল্পে নিম্নমানের বয়লার ব্যবহার করা হয়েছে। কিন্তু মাতারবাড়ী যৌথ পরামর্শক প্রতিষ্ঠান (এমজেভিসি) জাপানে বয়লারের নমুনা পরীক্ষা করে উল্লেখযোগ্য কোনো ত্রুটি খুঁজে পায়নি। ত্রুটি শনাক্তে ‘মূল কারণ বিশ্লেষণ’ (রুট কজ অ্যানালাইসিস) করা জরুরি বলে বৈঠকে মত দেন প্রকল্প পরিচালক। তিনি আরও জানান, ত্রুটি সংশোধনে ঠিকাদার প্রতিষ্ঠান এসটিসি ১৩৫ কোটি টাকা ব্যয়ে ২১ মাসের একটি সংস্কার পরিকল্পনা (রেকটিফিকেশন প্ল্যান) দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক পরামর্শক সংগঠন ফিডিক (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কনসালটিং ইঞ্জিনিয়ার্স) দলিলে ইপিসি কর্তৃক এমন ব্যয় নির্বাহের উল্লেখ না থাকায় এ বিষয়ে জটিলতা দেখা দিয়েছে। উল্টো ইপিসি বকেয়া বিল পরিশোধে চাপ দিচ্ছে। এ ছাড়া ঠিকাদার প্রতিষ্ঠান এসটিআইসি কুলিং ওয়াটার পাম্পের সমস্যা আংশিকভাবে সমাধানের চেষ্টা করলেও সার্বিক সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না। সিপিজিসিবিএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দীর্ঘদিন ধরে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের বয়লারে ছাই জমছে। ফলে কাক্সিক্ষত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এতে বিদ্যুৎ উৎপাদন যেমন কমে গেছে, একইভাবে ক্যাপাসিটি পেমেন্টের কারণে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয়ে গেছে। কী কারণে ছাই জমছে, সেটার কারণ বের করা যায়নি। ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে ত্রুটি খুঁজে বের করার পাশাপাশি বয়লার পরিষ্কারের চেষ্টা করা হচ্ছে। তবে যে সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি দীর্ঘমেয়াদি। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ৪ হাজার ৭০০ কোটি টাকার মূল্যবৃদ্ধির যে প্রস্তাব দিয়েছে, সেখানে বেশকিছু অস্পষ্টতা রয়েছে। সিপিজিসিবিএল এখন অস্পষ্টতার কারণ যাচাই করছে। এদিকে, করোনাকালীন অতিরিক্ত খরচ ও ভ্যাট ফেরতের বকেয়া দাবির (ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-আসিসি) সালিশ নিষ্পত্তির জন্য মূল দাবির ১০ শতাংশ) ক্ষেত্রে সিপিজিসিবিএল ও এসটিআইসি একটি নিষ্পত্তি চুক্তি করতে যাচ্ছে। সেটি অবশ্য চূড়ান্ত রায়ের পর কার্যকর হবে। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রটি কক্সবাজার জেলার মহেশখালীতে অবস্থিত একটি ১২শ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটি দেশের সবচেয়ে ব্যয়বহুল এবং অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি প্রকল্প, যেখানে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। জাপানের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত ৬০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫২ হাজার কোটি টাকা। কেন্দ্রটির প্রথম ইউনিট গত বছরের ১৮ ডিসেম্বর ও চলতি বছরের ২৮ আগস্ট দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

অর্ধেকে নেমেছে মাতারবাড়ীর বিদ্যুৎ উৎপাদন

আপডেট সময় : ০৭:৩৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • বয়লারে ছাই জমায় বিদ্যুৎকেন্দ্রে লোকসান ১১’শ কোটি টাকা
  • কর্তৃপক্ষ উদাসীন, দায় নিতে চাচ্ছে না কেউ
  • অনুসন্ধানের জন্য গঠিত পরামর্শক দল দিতে পারেনি প্রতিবেদন

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দেশের অন্যতম বড় জ্বালানি প্রকল্প। বিদ্যুৎ বিভাগের তথ্যানুযায়ী, কেন্দ্রটিতে ন্যূনতম ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। কিন্তু সম্প্রতি বিদ্যুৎকেন্দ্রটিতে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। কেন্দ্রটির বয়লারে ছাই জমে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এর ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। উৎপাদন অর্ধেকে নেমে আসায় এরই মধ্যে ক্ষতি হয়েছে ১ হাজার ১৬৯ কোটি টাকার বেশি। এ যান্ত্রিক ত্রুটি এবং আর্থিক ক্ষতির দায় নিয়ে শুরু হয়েছে রশি টানাটানি। দায় নিতে চাচ্ছে না কোনো পক্ষই। চলতি বছরের শুরু থেকেই মাতারবাড়ী কেন্দ্রের বয়লারে ছাই জমা এবং উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছে গড়ে মাত্র ৫০ শতাংশ। ফলে ঘণ্টাপ্রতি মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষতি হয়েছে ৪৮ লাখ ৪০ হাজার মেগাওয়াট, যার ক্যাপাসিটি পেমেন্ট বাবদ ক্ষতি হয়েছে প্রায় ৯৫ দশমিক ৮ মিলিয়ন ডলার বা ১ হাজার ১৬৯ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, জাপানের সহায়তায় নির্মিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রটি দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের আধুনিকতম উদাহরণ। কিন্তু এখন এর ত্রুটি শুধু প্রযুক্তিগত নয় এটি চুক্তি ব্যবস্থাপনা, আর্থিক ক্ষতি এবং প্রকল্প পরিচালনার দুর্বলতারও প্রতিফলন। সময়মতো সংস্কার কাজ শুরু না হলে মাতারবাড়ী কেন্দ্রটি দীর্ঘ সময় অর্ধেক ক্ষমতায় চালাতে হতে পারে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ঘাটতি ও ব্যয় বাড়বে। দ্রুত সমাধান না হলে মাতারবাড়ীর মতো মেগা প্রকল্পের প্রত্যাশিত সুফল দীর্ঘ সময় অনিশ্চিত থেকে যাবে। জানা গেছে, ত্রুটির কারণ অনুসন্ধানের জন্য গঠিত মাতারবাড়ী যৌথ পরামর্শক দল (এমজেভিসি) এখনো চূড়ান্ত প্রতিবেদন দেয়নি। এতে প্রকল্প পরিচালনায় স্থবিরতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ত্রুটি শনাক্তের নির্ধারিত সময়সীমার মধ্যে (ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড) সমস্যার সমাধান না হলে দায়ভার ঠিকাদারকেই নিতে হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এসটিআইসি সেই দায় নিতে নারাজ। তাদের দাবি, ইঞ্জিনিয়ারিং, ক্রয় ও নির্মাণ চুক্তিতে (ইপিসি) এমন দায়ভার নেওয়ার কোনো ধারা নেই। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটির ত্রুটি মেরামতের জন্য ১৩৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তবে পুরো কাজ শেষ করতে সময় লাগবে প্রায় ২১ মাস। অন্যদিকে, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কারের এ খরচ বহনে অস্বীকৃতি জানিয়ে উল্টো ৪ হাজার ৭০০ কোটি টাকার মূল্যবৃদ্ধির দাবি তুলেছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চলমান প্রযুক্তিগত ও পরিচালনাগত সমস্যাগুলো নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সমস্যাগুলো উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন ইআরডির অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান। চলমান প্রকল্পের আওতায় উদ্ভূত সমস্যায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ব্যর্থতার মূল কারণগুলো দ্রুত অনুসন্ধান করে সমাধানের ব্যবস্থা নিতে হবে। বিষয়টি দ্রুত এগিয়ে নিতে বিশেষজ্ঞ দলের মাধ্যমে পরীক্ষা করার আহ্বান জানান তিনি। বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্প পরিচালক মুহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে কেন্দ্রের বয়লারে ছাই জমা (অ্যাশ স্লাগিং) এবং বাধা সৃষ্টি (ফাউলিং) সমস্যা দেখা দিচ্ছে। প্রকল্প থেকে বয়লারের ত্রুটি সংশোধন করে ফের পূর্ণ সক্ষমতায় আনার জন্য প্রকৌশল, ক্রয় ও নির্মাণ ঠিকাদার (ইপিসি) প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তিনি জানিয়েছেন, জাপানি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতোমো-তোশিবা-আইএইচআই করপোরেশন (এসটিআইসি) অভিযোগ করেছে, প্রকল্পে নিম্নমানের বয়লার ব্যবহার করা হয়েছে। কিন্তু মাতারবাড়ী যৌথ পরামর্শক প্রতিষ্ঠান (এমজেভিসি) জাপানে বয়লারের নমুনা পরীক্ষা করে উল্লেখযোগ্য কোনো ত্রুটি খুঁজে পায়নি। ত্রুটি শনাক্তে ‘মূল কারণ বিশ্লেষণ’ (রুট কজ অ্যানালাইসিস) করা জরুরি বলে বৈঠকে মত দেন প্রকল্প পরিচালক। তিনি আরও জানান, ত্রুটি সংশোধনে ঠিকাদার প্রতিষ্ঠান এসটিসি ১৩৫ কোটি টাকা ব্যয়ে ২১ মাসের একটি সংস্কার পরিকল্পনা (রেকটিফিকেশন প্ল্যান) দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক পরামর্শক সংগঠন ফিডিক (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কনসালটিং ইঞ্জিনিয়ার্স) দলিলে ইপিসি কর্তৃক এমন ব্যয় নির্বাহের উল্লেখ না থাকায় এ বিষয়ে জটিলতা দেখা দিয়েছে। উল্টো ইপিসি বকেয়া বিল পরিশোধে চাপ দিচ্ছে। এ ছাড়া ঠিকাদার প্রতিষ্ঠান এসটিআইসি কুলিং ওয়াটার পাম্পের সমস্যা আংশিকভাবে সমাধানের চেষ্টা করলেও সার্বিক সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না। সিপিজিসিবিএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দীর্ঘদিন ধরে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের বয়লারে ছাই জমছে। ফলে কাক্সিক্ষত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এতে বিদ্যুৎ উৎপাদন যেমন কমে গেছে, একইভাবে ক্যাপাসিটি পেমেন্টের কারণে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয়ে গেছে। কী কারণে ছাই জমছে, সেটার কারণ বের করা যায়নি। ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে ত্রুটি খুঁজে বের করার পাশাপাশি বয়লার পরিষ্কারের চেষ্টা করা হচ্ছে। তবে যে সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি দীর্ঘমেয়াদি। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ৪ হাজার ৭০০ কোটি টাকার মূল্যবৃদ্ধির যে প্রস্তাব দিয়েছে, সেখানে বেশকিছু অস্পষ্টতা রয়েছে। সিপিজিসিবিএল এখন অস্পষ্টতার কারণ যাচাই করছে। এদিকে, করোনাকালীন অতিরিক্ত খরচ ও ভ্যাট ফেরতের বকেয়া দাবির (ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-আসিসি) সালিশ নিষ্পত্তির জন্য মূল দাবির ১০ শতাংশ) ক্ষেত্রে সিপিজিসিবিএল ও এসটিআইসি একটি নিষ্পত্তি চুক্তি করতে যাচ্ছে। সেটি অবশ্য চূড়ান্ত রায়ের পর কার্যকর হবে। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রটি কক্সবাজার জেলার মহেশখালীতে অবস্থিত একটি ১২শ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটি দেশের সবচেয়ে ব্যয়বহুল এবং অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি প্রকল্প, যেখানে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। জাপানের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত ৬০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫২ হাজার কোটি টাকা। কেন্দ্রটির প্রথম ইউনিট গত বছরের ১৮ ডিসেম্বর ও চলতি বছরের ২৮ আগস্ট দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।