আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জে বিএনপির মাঠপর্যায়ের নড়াচড়া জোরদার হয়েছে। শনিবার সকালে উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা, পৌর ও সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহকারে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে মাঠটি পূর্ণ হয়ে ওঠে।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “এ নির্বাচন শুধু প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া নয়—এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গার মানুষ পরিবর্তন চায়, আমরাও সেই পরিবর্তনের পথে প্রস্তুত।”
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে এ অঞ্চলে বিএনপির বিজয় ঠেকানো কারও পক্ষে সম্ভব হবে না।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া সমাবেশে দুলাল হোসেন খান, ইসমাইল হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মণ্ডল, আব্দুল লতিফ, রোম বাদশা সরকার ও আমিনুল ইসলামসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
নেতারা দাবি করেন, রায়গঞ্জে বিএনপির এ গণসমাগমই প্রমাণ করে—আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে ঘিরে জনগণের প্রত্যাশা দিনদিন আরও জোরালো হচ্ছে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন, “পরিবর্তনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি; ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরব।
এমআর/সবা























