মনোমুগ্ধকর কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি প্যারেড পরিদর্শন, সালাম গ্রহণ এবং কৃতিত্বপূর্ণ নবীন নাবিকদের পুরস্কার প্রদান করেন।
বি-২০২৫ ব্যাচের মধ্যে রিজান মোল্যা পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। দ্বিতীয় স্থান অর্জনকারী মো. মারুফ হাসান মুন্না পান ‘কমখুল পদক’ এবং তৃতীয়স্থান অর্জনকারী মো. হাসান আলীকে দেওয়া হয় ‘শের-ই-বাংলা পদক’। মোট ৪১৭ জন নবীন নাবিক ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। এসময় তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ নেন।
নবীন নাবিকদের উদ্দেশ্যে ভাষণে নৌবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী শহিদদের স্মরণ করেন। তিনি নাবিকদের দেশের সম্ভাবনা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনীতিতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে নিজেদের আরও যোগ্য ও দক্ষ করে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনীর সদস্য হিসেবে প্রতিটি নাবিককে জাতীয় সংকট মোকাবিলা, জননিরাপত্তা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা প্রদান এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক–অসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমআর/সবা


























