ফেনী সরকারি কলেজে হিজাব পরা এক শিক্ষার্থীকে পরিহাস করার অভিযোগ উঠেছে প্রাণীবিদ্যা বিভাগের প্রধান বিপ্লব কুমার শীল-এর বিরুদ্ধে। ঘটনা ঘটে ২৩ নভেম্বর রোববার দুপুরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থী ফাতিমা আইমান রুহি স্ট্যাটাস দিয়ে এই ঘটনার বিবরণ দিলে শহরজুড়ে বিষয়টি আলোড়ন সৃষ্টি করে।
সোমবার সকালে কলেজের ছাত্রছাত্রীরা অধ্যক্ষ খন্দকার এনামূল হক-কে স্মারকলিপি দিয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি করেন। এ ঘটনায় কলেজ প্রশাসন তদন্তের জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছেন উপাধ্যক্ষ মোঃ আইয়ুব, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা আফরোজা বেগম, গণিত বিভাগের অধ্যাপক আমান উল্ল্যাহ মজুমদার এবং রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান মোঃ গোলাম মোস্তফার। অধ্যক্ষ জানিয়েছেন, কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে হবে।

ভুক্তভোগী শিক্ষার্থী ফাতিমা আইমান রুহি ফেসবুকে লিখেন, টিউশন শেষে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় বিপ্লব কুমার শীল তার দিকে তাকিয়ে হিজাব, সৌন্দর্য ও আচরণ নিয়ে মন্তব্য করেন। শিক্ষার্থী জানান, তিনি অবাক হয়ে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করলে শিক্ষককে বিষয়টি ব্যাখ্যা করতে দেখা যায়নি। তিনি উল্লেখ করেন, হিজাব পরার কারণে একজন শিক্ষার্থীকে ব্যক্তিগত মন্তব্যের মাধ্যমে হেয় করা ঠিক নয়।
অভিযোগ বিষয়ে বিপ্লব কুমার শীলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এছাড়া কলেজ অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
এমআর/সবা





















