ফেনীর দাগনভূঞা পৌরসভার জিরো পয়েন্টে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর গাড়ীবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন অভিযোগ করেছেন, জেলা বিএনপির নেতাদের মদদে বহিস্কৃত ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের লোকজন এই হামলা চালিয়েছে। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
ঘটনার সময় আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞা উপজেলার সিলোনিয়া ও বেকের বাজারে গণসংযোগ শেষে তুরাতুলি বাজারে পথসভা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় পৌরসভার জিরো পয়েন্টে গাড়ীবহরে হামলা চালানো হয়।
অপরদিকে, অভিযুক্ত কাজী জামসেদুর রহমান ফটিক হামলার অভিযোগ অস্বীকার করে জানান, আসলে আকবর হোসেনের লোকজনের হামলায় তাদের ৮ জন আহত হয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনার খবর শুনেছি। তবে এ পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়রা সতর্ক থাকায় প্রশাসনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
এমআর/সবা





















