০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এম এস মেটাল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতার পিতার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট সরিফুল ইসলাম দূর্জয়ের পিতা মরহুম আবুল বসার বসন মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, চীনের প্রতিনিধিদল, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজের মতো বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান নিভৃত পল্লীতে গড়ে ওঠা বিস্ময়কর, এবং অ্যাডভোকেট সরিফুল ইসলাম দূর্জয় দেশের শিল্পায়নে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন।

এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরা খাতুন বলেন, “মরহুম বসন মিয়া ও মরহুমা লাইলী বেগমের সঙ্গে থাকার ও তাঁদের সেবা করার সুযোগ পেয়েছি—এটাই আমার জীবনের বড় অর্জন। তাঁদের স্মৃতি আমাদের কাজের প্রেরণা।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি ৫ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে দ্রুত এগোচ্ছে। ইতোমধ্যে চীনের ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগ করেছেন এবং দক্ষ প্রকৌশলীরা কারখানায় কাজ করছেন। এছাড়াও ভারত ও নেপালের ব্যবসায়ীরাও যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা পূর্বপুরুষের জমি দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের লক্ষ্য, খুব শিগগিরই এখানে ৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা এবং গ্রামটিকে শহরের মতো উন্নত করা।”

সিইও লে. কর্নেল (অব.) এনামুল আরিফ সুমন বলেন, “এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজ শতভাগ পরিবেশবান্ধব হবে। এটি শুধু বাংলাদেশ নয়, এশিয়ার অন্যতম সেরা কারখানায় পরিণত হবে। শ্রমিক–কর্মচারীদের প্রতি অ্যাডভোকেট সরিফুল ইসলাম দূর্জয়ের মানবিকতা অনুকরণীয়।”

অনুষ্ঠানের শেষে মরহুম আবুল বসার বসন মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালিত হয়।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

২৫ ডিসেম্বর শাহজালালে পর্যাপ্ত সময় নিয়ে যাত্রীদের পৌঁছানোর অনুরোধ

এম এস মেটাল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতার পিতার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট সরিফুল ইসলাম দূর্জয়ের পিতা মরহুম আবুল বসার বসন মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, চীনের প্রতিনিধিদল, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজের মতো বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান নিভৃত পল্লীতে গড়ে ওঠা বিস্ময়কর, এবং অ্যাডভোকেট সরিফুল ইসলাম দূর্জয় দেশের শিল্পায়নে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন।

এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরা খাতুন বলেন, “মরহুম বসন মিয়া ও মরহুমা লাইলী বেগমের সঙ্গে থাকার ও তাঁদের সেবা করার সুযোগ পেয়েছি—এটাই আমার জীবনের বড় অর্জন। তাঁদের স্মৃতি আমাদের কাজের প্রেরণা।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি ৫ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে দ্রুত এগোচ্ছে। ইতোমধ্যে চীনের ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগ করেছেন এবং দক্ষ প্রকৌশলীরা কারখানায় কাজ করছেন। এছাড়াও ভারত ও নেপালের ব্যবসায়ীরাও যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা পূর্বপুরুষের জমি দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের লক্ষ্য, খুব শিগগিরই এখানে ৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা এবং গ্রামটিকে শহরের মতো উন্নত করা।”

সিইও লে. কর্নেল (অব.) এনামুল আরিফ সুমন বলেন, “এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজ শতভাগ পরিবেশবান্ধব হবে। এটি শুধু বাংলাদেশ নয়, এশিয়ার অন্যতম সেরা কারখানায় পরিণত হবে। শ্রমিক–কর্মচারীদের প্রতি অ্যাডভোকেট সরিফুল ইসলাম দূর্জয়ের মানবিকতা অনুকরণীয়।”

অনুষ্ঠানের শেষে মরহুম আবুল বসার বসন মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালিত হয়।

শু/সবা