জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জয়পুরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।
সভাপনায় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, জেলা শাখার মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবিব, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদ ইবনে আলী, সাবেক সহসভাপতি রাশেদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম জামিলসহ অন্যান্য ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং নির্বাচনের প্রস্তুতি, সংগঠন শক্তিশালীকরণ ও স্থানীয় জনসংযোগ নিয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
এমআর/সবা




















