পার্বত্য মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প “বন্যপ্রাণী উদ্ধার ও পুনরুদ্ধারের মাধ্যমে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি কার্যক্রম”–এর আওতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাজস্থলী উপজেলায় গঠিত হয়েছে বন্যপ্রাণী উদ্ধার দল। সোমবার সকালে ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় উপজেলা ফ্যাসিলিটেটর জনি খিয়াং-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কার্বারী বিরল চান তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা।
সভায় উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, ঘিলাছড়ি মৌজার হেডম্যান মিজ প্রেমা তালুকদার, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক উচ্চপ্রু মারমা, উপজেলা ফ্যাসিলিটেটর জনি খিয়াংসহ বন সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ। সভায় ৮টি পাড়া ও ৪টি সাইটের প্রতিনিধিদের সমন্বয়ে ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বন্যপ্রাণী উদ্ধার দল গঠন করা হয়। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সভাপতি রুত খিয়াং, সহকারী টিম লিডার দৈবকি ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক সুশীল তঞ্চঙ্গ্যা। কমিটিতে ৫০% নারী সদস্য রাখার নীতিমালা অনুসরণ করে নারী ও যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
কার্বারী বিরল চান তঞ্চঙ্গ্যা বলেন, “বন্যপ্রাণী আমাদের প্রকৃতি ও সংস্কৃতির অপরিহার্য অংশ। জীববৈচিত্র্য রক্ষা করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।” ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, “বন্যপ্রাণী রক্ষা শুধু সরকারের কাজ নয়, স্থানীয় জনগণের সম্পৃক্ততাই সবচেয়ে বড় শক্তি। এই দল ইউনিয়নে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উপজেলা ফ্যাসিলিটেটর জনি খিয়াং জানান, দলটি শুধু বন্যপ্রাণী উদ্ধার নয়, সংরক্ষণ পরিকল্পনা, হুমকি প্রতিরোধ, অবৈধ শিকার বন্ধ, টেকসই জীবিকা উন্নয়ন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
উদ্ধার দলকে সহযোগিতায় একটি পরামর্শক কমিটিও গঠন করা হয়েছে, যেখানে হেডম্যান, জনপ্রতিনিধি, ভিসিএফ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং মহিলা ওয়ার্ড সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। তারা পুরো কার্যক্রমে দিকনির্দেশনা, নেটওয়ার্কিং ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
রাজস্থলীতে বন্যপ্রাণী উদ্ধার দলের এই উদ্যোগ প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সফলভাবে কার্যক্রম পরিচালিত হলে এটি স্থানীয় পরিবেশ সংরক্ষণ এবং কমিউনিটির সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমআর/সবা
























