কক্সবাজারের ঈদগাঁও পশ্চিম পোকখালী এলাকায় ১৪ বছরের এক শিশুকে অপহরণের পর ৪৯ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই অপহৃত শিশুর চাচা বাদী হয়ে ঈদগাঁও থানায় মামলা দায়ের করলে র্যাব দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামিকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক আসামির নাম আরমান হোসেন (২৬)। তিনি মৃত রশিদ আহমদের ছেলে এবং কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হামিদুর রহমান পাড়ার বাসিন্দা।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি চলছে। ঘটনা সংঘটিত হওয়ার পদ্ধতি, অপহরণের নেপথ্যের কারণ এবং এতে জড়িত অন্যান্য সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও র্যাব বলছে, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এমআর/সবা




















